প্রধান শিক্ষকের বাণী

 

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হিলভিউ আবাসিক এলাকা, পশ্চিম ষোলশহর, চট্টগ্রাম এর মনোরম পরিবেশে অবস্থিত হিলভিউ পাবলিক স্কুলটি হিলভিউ আবাসিক ও এর আশপাশে বসবাসকারি জনসাধারণের সন্তান-সন্ততিদের শিক্ষার আলোয় আলোকিত করে আসছে। শিক্ষার্থীদেরকে আদর্শ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে আসছে। বর্তমান স্কুল ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত আন্তরিকতার সাথে স্কুলের উন্নতির দিকে দৃষ্টি প্রসারিত করায় স্কুল – এ সরকারি অর্থায়নে একটি ৬ তলা ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় তাতে শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। এতে অভিভাবকদের স্কুলের প্রতি আগ্রহ ও আস্থা বৃদ্ধি পেয়েছে।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে যুগোপযোগী লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটি বদ্ধপরিকর। বিদ্যালয়ের মানসম্মত শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ধাপে ধাপে একটি শীর্ষস্থানীয় বিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে। স্কুলটিকে চট্টগ্রাম শহরের প্রথম সারির একটি স্কুলে রূপান্তর করা এখন সময়ের ব্যাপার মাত্র। আশা করছি প্রতিষ্ঠানটির সাফল্যজনক অগ্রযাত্রা দেশকে অধিক শিক্ষিত ও সু-নাগরিক উপহার দিতে সক্ষম হবে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।

রোখসানা আক্তার

প্রধান শিক্ষক

হিলভিউ পাবলিক স্কুল